খুলনা অফিস : খুলনা নগরীতে পলাশ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় সৌরভ নামে অপর এক যুবককে কুপিয়ে জখম করা হয়। বৃহস্পতিবার দুপুরে নগরীর টুটপাড়া তালতলা ক্রস রোডের জনৈক দারা সাহেবের বালির মাঠে এ ঘটনা ঘটে। নিহত যুবক লবনচরা ২ গলি ভুতের আড্ডা এলাকার বাসিন্দা জনৈক শিপনের ছেলে।
এলাকাবাসি জানায়, টুটপাড়া এলাকার একটি গ্রæপের সাথে পলাশের দীর্ঘদিনের বিরোধ চলছিলো। বৃহস্পতিবার দুপুরে পলাশ ও সৌরভ নামের দু’যুবক তালতলা ক্রস রোডের কাছে আসলে নুর আজিম গ্রæপের সদস্যরা তাদের দেখে তাড়া করে। ওই দু’যুবক দারা সাহেবের বালুর মাঠের দিকে দৌড় দেয়। দুর্বৃত্তরা তাদের দু’জনের পিছু নেয়।
পরে তাদের দু’জনকে দুর্বৃত্তরা এলোপাথাড়ি কোপাতে থাকে। পরে এলাকাবাসি এসে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করে। অপর যুবক সৌরভ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রূপসা ফাঁড়ির ইনচার্জ এস আই সাইদুর রহমান সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
তিনি বলেন, দুপুর ৩ টার দিকে তালতলা ক্রস রোডে পলাশ ও সৌরভ নামের দু’যুবকে প্রতিপক্ষ গ্রæপ কুপিয়ে গুরুতর জখম করে। দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সৌরভ প্রাণে বেঁচে গেলেও অপর যুবক পলাশ মারা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কেউ আটক হয়নি।