তালা অফিস : সাতক্ষীরার তালায় যথাযথ মর্যাদায় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও ১২ নং খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।