আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে যৌতুকের টাকা না পেয়ে অন্তঃসত্তা গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগে স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম)’র নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেনসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাতক্ষীরা নারিকেলতলার মোড় থেকে ঘাতক স্বামী শ্রীউলা ইউনিয়নের নাসিমাবাদ গ্রামের আরিফুল ইসলাম সানা ও তার পিতা নূর মোহাম্মদ সানাকে আটক করেন।
উল্লেখ্য, গৃহবধূর আছমা খাতুন শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খেজুরআটি গ্রামের আব্দুস সাত্তার সরদারের মেয়ে। সাড়ে তিন বছর আগে নসিমাবাদ গ্রামের নূর মোহাম্মদ সানার ছোট ছেলে আরিফুল সানার সাথে বিয়ে হয়। এবিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান, গৃহবধূ আছমা হত্যা মামলার আসামী তার স্বামী ও শ্বশুরকে আটক করে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।