আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনিতে সারাদেশের ন্যায় ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল আটক অভিযান অব্যহত রয়েছে। এ অভিযানে রেজিস্ট্রেশন বিহীন ১৮ টি মটর সাইকেল আটক পূর্বক মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে আশাশুনি থানার ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন জানান ট্রাফিক সপ্তাহ উপলক্ষে দেশব্যপী রেজিস্ট্রেশন বিহীন যানবাহন আটক অভিযান চলছে।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশাশুনি থানা সড়ক, মানিকখালী বাইপাস সড়কসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে সাতক্ষীরা থেকে আসা ট্রাফিক সার্জেন্ট এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৮টি মটর সাইকেলের বিরুদ্ধে মটর যান আইনে মামলা দায়ের করে কেস ¯িøপ প্রদান করেছেন সাতক্ষীরা ট্রাফিক সার্জেন্ট ।
আটককৃত ১৮ টি মটর সাইকেল বর্তমানে আশাশুনি থানা হেফাজতে রয়েছে। সাতক্ষীরা ট্রাফিক পুলিশের মটর সাইকেল আটক অভিযানের ব্যাপারে চর্তুদিকে খবর ছড়িয়ে পড়লে রেজিস্ট্রেশন বিহীন মটর সাইকেল নিয়ে রাস্তায় বের হতে দেখা যায়নি। ফলে বিভিন্ন সড়ক ছিল ইজিবাইক, নসিমন ও অন্যান্য যানবাহনের দখলে।