সকাল ডেস্ক : শনিবার বিকেল পাঁচটায় সব্যসাচী আবৃত্তি সংসদের আয়োজনে কবি কিশোরী মোহন সরকারের দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ভাষাবিজ্ঞানী সাবেক অধ্যাপক কাজী মুহম্মদ অলিউল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক নিমাই মন্ডল। গ্রন্থ দু’টির উপর আলোচনা করেন শিক্ষাবিদ আব্দুল হামিদ, অধ্যাপক আশুতোষ সরকার, কবি শুভ্র আহমেদ, কবি স ম তুহিন, কবি বাবলু রঞ্জন চৌধুরী, ডেইলী সাতক্ষীরার সম্পাদক হাফিজুর নহমান মাসুম।
সব্যসাচী আবৃত্তি সংসদের সঞ্চালনায় ও হেনরী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নবকুমার ঢালী, কন্ঠশিল্পী মঞ্জুরুল হক, স্বপ্না চক্রবর্তী, কিশোরী মোহন সরকারের পুত্র প্রনব সরকার ও পুষ্পেন সরকার।
অনুষ্ঠানে, কবি সিরাজুল ইসলাম, উদীচীর জেলা সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, কবি নুরুজ্জামান, কর্ণ বিশ্বাস কেডি, ডা. সুব্রত ঘোষসহ প্রায় শতাধিক সাহিত্যানুরাগী। কবি কিশোরী মোহন সরকারের যে গ্রন্থ দু’টির মোড়ক উন্মাচন করা হয় তাহলো, “বলুয়াপাড়ের পদাবলি” ও বিদ্যাসাগর, প্রীতিলতা, বঙ্গবন্ধু ও দু’একটি ছিন্ন ভাবনা”। বই দু’টি ম্যানগ্রোভ প্রকাশনা সংস্থা হতে প্রকাশিত হয়েছে।
কিশোরী মোহন সরকারের অন্য পরিচয়, তিনি জাতীয় দলের কৃতি ক্রিকেটার সৌম্য সরকারের বাবা, সাবেক জেলা শিক্ষা অফিসার ও সাবেক কৃতি ফুটবলার।
##