বাবলা আহমেদ, কালিগঞ্জ : কালিগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে সাতক্ষীরা জেলা যুব মহিলা আ’লীগের সম্পাদিকা সীমা সিদ্দিকীকে। রবিবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে অনাড়ম্বর পরিবেশে সাতক্ষীরা জেলা যুব মহিলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সীমা সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় প্রদান করা হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর আহমেদ রনি, প্রেসক্লাবের সদস্য আলমগীর হোসেন, সাংবাদিক শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন প্রমূখ।