মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

শ্যামনগরে চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলামের মতবিনিময় সভা

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১১, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ

বিলাল হোসেন শ্যামনগর : আগামী ১৭ অক্টোবর ২০২২ সাতাক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সমর্থনে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাতক্ষীরা নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও শ্যামনগর সদর ইউপি চেয়ারম্যান এ্যাড. এস এম জহুরুল হায়দার (বাবু)’র সভাপতিত্বে মঙ্গলবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টার সময় শ্যামনগর সরকারি নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ উজ-জামান সাঈদ’র সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসেডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক লাইলা পারভিন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন অর-রশিদ, সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, (ভার্চুয়ালের মাধ্যমে বক্তব্য রাখেন) শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য তারেক বিন হায়দার রাজন, শ্যামনগর মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সাতক্ষীরা সদর উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন (ছোট)। আরো বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম (বাবু), মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান ও উপজলো আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অসিম কুমার মৃধা, নূরনগর ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খলিলুর রহমান খলিল, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. শোকর আলী, বুড়িগোয়ালিনি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ (বাবু), পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, গাবুরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল আলম, বাশদাহ ইউপি চেয়ারম্যান মাষ্টার মফিজুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিসেস দেলোয়ারা বেগমসহ শ্যামনগর উপজেলার প্রতিটি ইউনিয়নের একজন ইউপি সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাতাক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার ভাইস চেয়ারম্যানবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগন, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। মতবিনিময় সভার সভাপতি বক্তব্যে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে সকলের সমর্থনে ১৭ অক্টোবর সর্বোচ্চ ভোটে জয়ী করে সাতাক্ষীরার উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে’।

প্রধান অতিথি বলেন- ‘আমি নির্বাচিত হতে পারলে মাননীয় প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কার্যক্রম গ্রাম পর্যন্ত পৌছে দেব।’ মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যেশ্য ‘গ্রাম হবে শহর’ সেটি বাস্তবায়নে কাজ করে যাব আপনাদের ইউপি চেয়ারম্যান মেম্বরদের সাথে নিয়ে। প্রধান অতিথি আরো বলেন -‘আপনারা আজ যতগুলো দাবী আমার নিকট করেছেন আমি নির্বাচিত হতে পারলে আপনাদের সকল দাবী পূরণ করার জন্য সার্বিক চেষ্টা করব।’

সর্বশেষ - সাতক্ষীরা সদর