বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু একাডেমি সাতক্ষীরা কর্তৃক সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজা রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, সদর এসিল্যান্ড মোঃ আজহার আলী, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শেখ রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে শিশু একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়। প্রেস বিজ্ঞপ্তি