সৈয়দ মারুফ হোসেন, তালা : তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের দক্ষিণ নলতা গ্রামের প্রয়াত সাংবাদিক হাবিবুর রহমান শিমু সড়কের ধারে সরকারী রাস্তার কয়েকটি গাছ কাটার অভিযোগ উঠেছে। একই গ্রামের মোঃ হাফিজুর রহমান টিপু, শেখ আজমীর হোসেন, মোঃ তুহিন গাজী ও মাহমুদুল গাজী রাস্তার উপর হতে ৪টি মেহগনি, ২ টি নিম, একটি কাঁঠাল ও একটি শিশু গাছ কেটে প্রায় এক লক্ষ ৬০ হাজার টাকা বিক্রি করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় দক্ষিণ নলতা গ্রামের হাতেম আলী গাজীর পুত্র মোঃ রবিউল গাজী গত ১১ অক্টোবর সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট এবং মৃত আফতাব উদ্দীন গাজীর পুত্র মোঃ ছুরাপ উদ্দীন গাজী বাদী হয়ে তালা উপজেলা নির্বাহী অফিসারের নিকট পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা। তবে গাছ কাটায় জড়িতদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।