বিশিস্ট শিক্ষাবিদ এ্যাডভোকেট আব্দুর রহমান এর ৬৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুধবার বেলা ১১ টায় সদরের বিনেরপোতায় এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যোগে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্রের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও কলেজ পরিচালনা পরষদের সভাপতি আবুল হোসেন মো: মকসুদুর রহমান। সভায় বক্তারা এ্যাডভোকেট আব্দুর রহমান এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন। দোয়া পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুল কাদের। প্রেস বিজ্ঞপ্তি