বাবলা আহমেদ, কালিগঞ্জ : গত (১১ অক্টোবর) সকাল ১০টায় সারা দেশের ন্যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। সেই থেকে কালিগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে ও ইবতেদায়ী মাদ্রাসায় শান্তিপূর্ণ পরিবেশে টীকাদান অব্যহত আছে। কোভিড-১৯ টিকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ হাসপাতালের স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুস সোবহান, এমটিইপিআই শেখ মশিউর রহমান, ইপিআই সুপারেন্টেন সিভিল সার্জন সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক, হাসপাতালের এইচ আইপ্রশান্ত কুমার সরকার।
এছাড়া এইচ এ নার্স, এইচ আই এফডাবলু এ এফপিআই সহ টিকাদান কেন্দ্রের টিকাদানকর্মী ও স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ। গতকাল থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ টিকা প্রদান করা হয়। কয়েকটি স্কুল পরিদর্শনে শিক্ষার্থীর অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তাদের বাচ্চাদের টিকা প্রদান করায় কোভিড-১৯ সংক্রমণ থেকে তারা চিন্তামুক্ত হয়েছেন।