বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল হত্যার সুষ্ঠ তদন্ত ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১২, ২০২২ ২:৪১ অপরাহ্ণ

সকাল ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার বৈচনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল হত্যা কান্ডের সুষ্ঠ তদন্ত ও এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেছেন সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধারা। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন তারা।

বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মুক্তিযোদ্ধা জি.এম আব্দুল গফুর। লিখিত বক্তব্যে তারা বলেন, মুক্তিযোদ্ধা সৈয়েদ আলী মন্ডল গত ৪ অক্টোবর ২০২২ ইং তারিখ সকাল ১০ টায় তার নিজ বাড়ি থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ নিতে এসে নিখোঁজ হয়েছিলেন। তার আত্মীয়-স্বজনরা তার কোন খোঁজ না পেয়ে পরদিন ৫ অক্টোবর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মাধ্যমে সদর থানায় জিডি করেন।

এরপর টানা ৪ দিন ধরে নিঁখোজ থাকার পর গত ৯ অক্টোবর দুপুর দেড়টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নষ্ট লিফটের নিচ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহ শনাক্ত হওয়ার পর পোষ্টমটেম ও গার্ড অফ অনার শেষে পরিবারের মাধ্যমে মরদেহ দাফন করা হয়। এরপর আমরা মুক্তিযোদ্ধারা গত ১০ অক্টোবর দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার জন্য সেখানে যাই।

সেখানে যাওয়ার পর হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত ই-খুদা জানান, হাসপাতালের ৪টা লিফটের মধ্যে ৩টা লিফটই গত ৩/৪ মাস যাবত নষ্ট। মাত্র একটা লিফট সচল রয়েছে। যে বন্ধ লিফটির নিচে তার মরদেহ পাওয়া গেছে ওই লিফটের বন্ধ দরজার সামনে সোফা দিয়ে আটকানো ছিল। তাহলে নষ্ট লিফটের ভিতর তিনি কিভাবে ঢুকলেন এবং কেন ঢুকলেন এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি সেখানে উপস্থিত টেকনিয়াশান, কেবিন মাষ্টার ও লিফট ম্যান। তারা বার বার বলতে থাকেন দরজার মুখে সোফা দিয়ে আটকানো ছিলো।

এরপর আমরা বলি যে একজন ৮৫ বছরের অসুস্থ বৃদ্ধ মুক্তিযোদ্ধার পক্ষে ওই সোফা সরিয়ে নষ্ট লিফটে গিয়ে পড়ে যাওয়া আমাদের কাছে সন্দেহের সৃষ্টি হয়েছে। আমাদের ধারনা এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড।

তারা আরো জানান, এ ঘটনায় ইতিমধ্যে গত ১১ অক্টোবর সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবীতে মানব বন্ধনসহ নিহতের পরিবারের পক্ষ থেকে তার ছেলে সদর থানায় একটি এজাহারও জমা দিয়েছেন। সংবাদ সম্মেলন থেকে সাতক্ষীরার মুক্তিযোদ্ধাগণ এই হত্যা কান্ডের সুষ্ট তদন্ত পূর্বক এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানের জন্য পুলিশ প্রশাসহ প্রধান মন্ত্রীর দ্রæত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদ সম্মেলনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, বীর মুক্তিযোদ্ধা বিএম আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক গাজী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, শেখ তৈয়েবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ আলীসহ ১৪ জন বীর মুক্তিযোদ্ধা।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

১০ জুন ‘স্টাডি ইন ইন্ডিয়া এক্সপো’র আসর বসছে খুলনায়

বিনেরপোতায় ইটভাটায় সংবাদ সংগ্রহ করতে যেয়ে সাংবাদিক কামরুল লাঞ্ছিত, থানায় অভিযোগ

সাতক্ষীরা সরকারি কলেজের প্লাটিনাম জুবলী উদযাপন উপলক্ষে আলোচনা সভা

আসুন, যাকাত, সাদকার অর্থ দিয়ে অসহায় দুস্থদের পাশে দাঁড়াই -ইঞ্জি. মাহবুবুল আলম

দেবহাটায় প্রাণি সম্পদ প্রদর্শনীয় ভার্চুয়াল শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

বুড়িগোয়ালিনীতে মাটির রাস্তা উচুকরনের শুভ উদ্বোধন

সাতক্ষীরা সিটি কলেজে দুই দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন

কলারোয়ায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন

আমরা শান্তিপূর্ণভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো-এমপি রবি

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারপিটের ঘটনায় উত্তাল, সড়ক অবরোধ