সকাল ডেস্ক : জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ দুই গ্রæপের পৃথক পৃথক ভাবে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শ্রমিক লীগ সাতক্ষীরা জেলার সভাপতি ছাইফুল করিম সাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
উদ্ধোধনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক।