বুধবার , ১২ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধন করলেন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১২, ২০২২ ৫:৩৩ অপরাহ্ণ

সকাল রিপোর্ট : সাতক্ষীরায় MARKS ACTIVE SCHOOL CHESS CHAMPS-স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে দলগত দাবা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার সাতক্ষীরা জেলার ক্ষুদে দাবাড়ুদের সাথে দাবা খেলায় অংশগ্রহণপূর্বক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান অতিথি পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলকে মোবাইল, ফেসবুক, টিকটক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করতে হবে। যদি তোমরা দাবা খেলাকে বিনোদনের মাধ্যম হিসেবে বেছে নাও তবে তোমাদের মানসিক বিকাশের ধারা অত্যন্ত সুস্থ ও শক্তিশালী হবে ও দেশে মাদকসেবীর হার উল্লেখযোগ্য ভাবে কমে যাবে।

তোমরা সকলে জাতির ভবিষ্যৎ, তোমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, তোমরা আমাদের দেশকে রূপকল্প ২০৪১ অনুযায়ী একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দসহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
##

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত