বৃহস্পতিবার , ১৩ অক্টোবর ২০২২ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্য. বিদ্যা. চ্যাম্পিয়ন

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ১৩, ২০২২ ৫:১৯ অপরাহ্ণ

আলতাফ হোসেন বাবু : বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সাতক্ষীরা জেলা পুলিশের সহযোগিতায় সাতক্ষীরা স্টেডিয়ামে বৃহস্পতিবার বেলা ১২ টায় মার্কস একটিভ স্কুল চেস চ্যাম্পস্ স্কুল ভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতার খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

খেলায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, খেজুরডাঙ্গা উচ্চ বিদ্যালয় ১ম রানার্সআপ ও সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২য় রানার্সআপ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের তাসমিন নাহার। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্কুলভিত্তিক দলগত দাবা প্রতিযোগিতা-২০২২ এর অংশগ্রহণকারী সকল কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকগণ এবং উক্ত প্রতিযোগিতায় অংশ নেওয়া সকলকে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকের প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলো বা কে রানার্সআপ হলো সেটা বড় কথা না, আসল কথা হলো আমরা সকলেই খেলায় অংশগ্রহণ করেছি। তিনি আরও বলেন, এই দাবা খেলার বিশেষত্ব হচ্ছে এটি অত্যন্ত জ্ঞানের খেলা।

দাবা খেলতে হলে আপনাকে অবশ্যই পরিপূর্ণ মনোযোগী হতে হবে, যদি কেউ এটি মনোযোগ দিয়ে না খেলে তবে সে কখনই জয়ী বা সাফল্য অর্জন করতে পারবে না। দাবা খেললে ব্রেন অত্যন্ত প্রখর হয়। সমাজ, রাষ্ট্র এবং সভ্যতা টিকে থাকবে তখনই যখন আপনার উপর অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করবেন।

প্রধান অতিথি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আজকের ছেলে-মেয়েরা আগামী দিনের ভবিষৎ। ভবিষৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কোমলতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটাতে হবে।

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার। এছাড়া উপস্থিত ছিলেন সাজেক্রীসের যুগ্ম-সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য ইকবাল কবির খান বাপ্পি, আ.ম. আখতারুজ্জামান মুকুল সহ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, দাবা ফেডারেশনের আরবিটর মোঃ জাফরুল ইসলাম ও খেলোয়াড় ফাহমিদ ফয়সাল, অংশগ্রহনকারী ১৪টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ। সম্পূর্ন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পুলিশের ইন্সপেক্টর মোঃ রেজাউল ইসলাম রেজা। পরবর্তীতে পুলিশ সুপার প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক

সাতক্ষীরায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

শেখ আমজাদ হেসেনের সাথে যুবলীগ নেতা রফিকুল ইসলামের সৌজন্য সাক্ষৎ

সাধারন মানুষের মাঝে শেখ বশির আহমেদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের পানির বোতল বিতরণ

ধুলিহরের সাবেক চেয়ারম্যান বাবু সানার জলাবদ্ধ এলাকা পরিদর্শন

কালিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউএনও

সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা

শ্যামনগরে জলবায়ু-কৃষি-পানি সম্মেলন

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় ও সমন্বয় সভা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ