আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনি উপজলার শ্রীউলা ইউনিয়নের পুইজালা বি এম আর বি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু। বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় তাকে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রিজাইডিং অফিসার সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক রমেশ চন্দ্র সেন, অভিভাবক সদস্য ধ্রæব কুমার ঢালী, শিব শংকর সরদার, নিভাষ চন্দ্র বাছাড়, রুহুল আমিন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য করুনা রানী সরদার, শিক্ষক প্রতিনিধি সুভাষ চন্দ্র সানা, যুগোল মন্ডল, দীপ শিখা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতি পদে নির্বাচনে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু একাই মনোনয়নপত্র জমা দেওয়ায় এবং অন্য কোন প্রার্থী না থাকায় তাকে বে সরকারি ভাবে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে ঘোষণা করা হয়।