শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় বর্ণাঢ্য র্যালী, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস ২০২২ পালিত হয়েছে। ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১১টায় এক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা ফায়ার স্টেশন এর সদস্যদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী সুদীপ্ত কর দীপ্ত, প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।