এসএম নাসির উদ্দীণ, দেবহাটা : “দুর্যোগে আগাম বার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” এই ¯েøাগান সামনে রেখে দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় এ দিবস পালিত হয়। শুরুতে উপজেলা চত্বর থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দেবহাটা ফুটবল মাঠে দুর্যোগ প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত হয়।
দেবহাটা ফায়ার সার্ভিস সেন্টারের লিডার জাকির হোসেনের নেতৃত্বে অগ্নিকান্ড থেকে রক্ষা পেতে করণীয় সম্পর্কে বিভিন্ন প্রতিরোধ মূলক ব্যবস্থা উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইয়াসিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলাইমান হোসেন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আশলতা, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা তথ্য অফিসার মৌসুমি আক্তার, শিক্ষক আব্দুল্লাহ, সিদ্দিকুর রহমান মিঠুসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।