বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালীগঞ্জে লাইফ কেয়ার ফিজিওথেরাপি, ডেন্টাল, আইকেয়ার ও নাক, কান, গলা স্পেশাল ইউনিটের উদ্বোধন করা হয়েছে। লাইফ কেয়ার ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতালের আয়োজনে শুক্রবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টায় রোকেয়া মনসুর মহিলা কলেজ সংলগ্ন লাইফ কেয়ার ইউনিট ওয়ানে পরিচালক শেখ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হালিমুর রহমান বাবু, উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী সামিরা খন্দকার, সহ-সভানেত্রী মিসেস শিউলি খাতুন, লাইফকেয়ার এর সু-চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সিনিঃ সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, লাইফ কেয়ারের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান, গ্রাম্য চিকিৎসক এ মোমেন প্রমুখ। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার গ্রাম্য চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।