তাপস সরকার, তালা : আগামী ১৭ অক্টোবর সাতক্ষীরা জেলাপরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে তালা উপজেলার সদস্য প্রার্থীরা শেষ মুহুর্তে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীরা প্রতিনিয়ত ভোটারদের সঙ্গে যোগাযোগ ও কুশল বিনিময় করছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই চলছে নির্বাচনী নানা হিসাব-নিকাশ। এ দিকে নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণ স্পষ্টহচ্ছে।
জানা গেছে, এবার জেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা থেকে দুজন মহিলা সদস্য ও তিন জন পুরুষ সদস্য প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। নির্বাচনে ভোটারদের ভোট নিজনিজ প্রার্থীর পক্ষে রাখতে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে তালা উপজেলা থেকে পুরুষ সদস্য পদে নির্বাচনে অংশ নিচ্ছেন সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসন, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও সমাজসেবক ইন্দ্রজিৎ দাশবাপী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজা পারভীন রুবি ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক রোকেয়া মোসলেম।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় কয়েক জন ইউপি চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর নাম প্রকাশ নাকরার শর্তে বলেন, প্রার্থীরা নিয়মিত কাছে আসছেন, ভোট প্রার্থনা করছেন। সব প্রার্থীই আওয়ামী লীগের অনুসারী। তাই সিদ্ধান্তনিতে একটু কষ্টই হচ্ছে বলাযায়। তাঁরা আরও বলেন, দেখাযাক, সময় যেহেতু আছে, ভেবেচিন্তে যোগ্য প্রার্থীকেই বেছেনিতে হবে। ইসলামকাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শেখ আল-আমিন হোসেন বলেন, আমরা যোগ্য ব্যক্তিকেই ভোট দিবো।
এমন কাউকে নির্বাচিত করবোনা যিনি দুর্নীতিবাজ। তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু বলেন, প্রার্থীরা ভোটারদের কাছে আসছেন। ভোটাররা এখন অনেক সচেতন। তারা সৎ ও যেগ্য ব্যক্তিকেই নির্বাচিত করবে। নির্বাচন বিষয়ে জেলা পরিষদ সদস্য প্রার্থী মীর জাকির হোসেন বলেন, আমি জেলা পরিষদ সদস্য ছিলাম। এলাকার উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি ভোটাররা আমাকে পুনরায় নির্বাচিত করবেন। জেলা পরিষদ সদস্য প্রার্থী পদে নির্বাচনে অংশ নেওয়া সমাজসেবক ইন্দ্রজিৎ দাশ বাপী বলেন, ভোটাররা আমাকে নির্বাচিত করলে আমি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাড়াবো। এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে এক সাথে কাজ করবো।