সকাল ডেস্ক : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অসুস্থ হারুন অর রশিদকে দেখতে গিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। শনিবার (১৫ অক্টোবর) সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত ওই আ’লীগ নেতাকে দেখতে যান তিনি।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এবং তার দ্রæত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক শাহাজাহান আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।