আলতাফ হোসেন বাবু : আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরায় কৃষকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় শহরের কাটিয়া আমতলা নিরিবিলি কমিউনিটি সেন্টারে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ)আনোয়ারুল ইসলাম বাদশা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোল্যা কবির হোসেন, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী আমিনুর রহমান মিনু, সদস্য নুরুল হুদা খান বাবু, কামরান হোসেন, খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আলী হোসেন, যুগ্ম-আহবায়ক শামিম কবির সুমন, আশাশুনি উপজেলা কৃষক দলের আহবায়ক বাদশা, তালা উপজেলা কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক সোহেল রানা, দেবহাটা উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম রসুল খোকন, শ্যামনগর উপজেলা কৃষক দলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব ইয়াছিন আরাফাত প্রমুখ।
২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরায় কৃষকদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ওসমান আলী বিশ্বাস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ কে বুকে লালন করে ঐক্যবদ্ধ হয়ে রাজ পথে আন্দোলন করে বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে।
দেশের সব কয়টি বিভাগে বিএনপি গণ সমাবেশের ডাক দিয়েছে, তারই অংশ হিসেবে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। গণ সমাবেশ সফল ও সার্থক করতে সাতক্ষীরা জেলার সকল উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া মহল্লা থেকে কৃষক দলের নেতা-কর্মী ও সমর্থকদের খুলনায় সমাবেশে অংশ নিতে হবে। খুলনা বিভাগীয় গণ সমাবেশে যেতে পথে বাধা আসতে পারে, কিন্তু কোন বাঁধাই আমাদের আটকাতে পারবেনা। প্রয়োজনে গণ সমাবেশের আগের রাতেই আপনারা খুলনায় পৌঁছে যাবেন।