সাতক্ষীরা জেলা কৃষকলীগের কাটিয়াস্থ অস্থায়ী কার্যালয়ে শনিবার সকাল ১১ টায় জেলা কৃষকলীগের সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বাবু বিশ্বজিৎ সাধু’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ মনজুর হোসেনের সঞ্চলনায় কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আলোচনায় অংশগ্রহন করে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ প্রদান করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর কমিটির সভাপতি/সম্পাদক যথাক্রমে এড. নরনারায়ণ ঘোষ, এড. মোঃ নওশের আলী, প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, সাংবাদিক এস. এম রেজাউল ইসলাম, এড. আল মাহমুদ পলাশ, মুক্তিযোদ্ধা মোঃ ময়নুল হোসেন, শেখ আফজাল হোসেন, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ রেজাউল ইসলাম, সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ, রাশেদ সরোয়ার শেলী, মতিলাল সরকার, সামছুজ্জামান জুয়েল, আনারুল ইসলাম, ইন্দ্রজিত কুমার সাধু, আব্দুর রাজ্জাক, সন্দীপ কুমার রায়, মোঃ আমানুল্লাহ, জি এম আনিছুর রহমান, মিস রুমানা পারভীন, স. ম. সেলিম রেজা, মোখলেছুর রহমান মুকুল প্রমূখ।
সভায় সদস্য সচিব ও সভার সঞ্চালক মোঃ মনজুর হোসেন সম্মেলনকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করার জোর দাবী জানান। সভাপতি বলেন যে, সম্মেলনকে সাফল্যমন্ডিত করতে আগামী শনিবার (২২/১০/২২) দিনব্যাপি একটি চুড়ান্ত পরিকল্পনা সভা অনুষ্ঠিত হবে। তিনি উক্ত সভার আগে উপজেলা ও পৌরসভা পর্যায়ে কমিটিসমূহকে সম্মেলন সফল করার জন্য স্থানীয়ভাবে সভা করা ও আগামী সম্মেলন প্রস্তুতি কমিটির দিনব্যাপি সভায় যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি