বিলাল হোসেন : জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার শ্যামনগরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে এঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক (৪৮) হাটছালা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে।
নিহতের ছোট ভাইয়ের স্ত্রী মনোয়ারা খাতুন জানান, শনিবার ভোরে নিজস্ব জমিতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের অলিউল্লাহ তরফদারের ছেলে আজিজুল তরফতদার, ইয়াকুব আলী, এরশাদ গাজীর স্ত্রী নুরজাহান, অলিউল্লাহ তরফদারের স্ত্রী সাহিদা বেগম তাদের উপর অতর্কিত হামলা করে। এছাড়া আজিজুল তরফদার পিছন দিক থেকে তার ভাসুরকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই ভাসুর রাজ্জাকের মৃত্যু হয়। মৃত রাজ্জাকের ভাইপো বলেন, দীর্ঘ দিন ধরে তাদের সাথে জমি নিয়ে বিরোধ ছিল এছাড়া স্থানীয় জনপ্রতিনিধিরা একাধিক বার বিচার করলে জমি আমাদের পাওয়া না হয়।
সেই মোতাবেক আমারা আজ জমিতে কাজ করতে গেলে আজিজুল তরফদারের বাহিনী আমাদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, যে সময় জমিতে কাজ চলছিল তখন উভয় পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছিলো। এমন সময় ঘটনা স্থলে পুলিশ চলে এসে প্রাথমিক ভাবে উভয় পক্ষকে থামিয়ে দেয়। পুলিশ ঘটনা স্থল থেকে চলে আসলে। পরে আবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, সংঘষের্র আগে ঘটনা স্থলে পুলিশ যাওয়ার বিষয় তিনি জানেন না। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।