সকাল রিপোর্ট : সাতক্ষীরায় ৫০৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার ও একটি মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির নাম মোঃ শামিমুল ইসলাম(৪০)। তিনি কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকার বাসিন্দা।
রোববার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় অভিযান চালিয়ে এই স্বর্ণ আটক করা হয়।
সাতক্ষীরা বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহমেদ জানান, ভারতে স্বর্ণ পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিনেরপোতা নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় মোঃ শামিমুল ইসলাম নামের এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে তার দেহ তল্লাশি করে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ৪৩ লক্ষ ৫১ হাজার ৬০০ টাকা।
এছাড়া ওই ব্যক্তির সাথে থাকা ২ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। আটককৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মোটরসাইকেল সহ আসামীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।