কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারের স্পর্শে আনার আলী আনু (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার রতনপুর ইউনিয়নের গড়ই মহল গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে। রবিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গড়ই মহল গ্রামে ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে ধান ক্ষেতের আইলে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ লাইনের সংযোগ দিয়ে ফাঁদ পাতে গড়ই মহল গ্রামের রওশন আলী গাজীর ছেলে গোলাম মোস্তফা। রবিবার ভোরে ফজরের নামাজ আদায় করে নিজের জমির ধান ক্ষেতে যেতে গিয়ে ওই ইঁদুর মারার ফাঁদে থাকা বিদ্যুতের তারে স্পর্শ করে আনার আলী।
এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আনার আলীর নিথরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরবর্তীতে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে থানায় খবর দেয়। কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক খবির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ঘটনার পর থেকে গোলাম মোস্তফা পলাতক রয়েছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়নি বলে তিনি জানান।