বিলাল হোসেন, শ্যামনগর : শ্যামনগরে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার (১৬ সেপ্টম্বার) সকাল ১১ টার দিকে মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালি গ্রামে এ ঘটনা ঘটে। সরাজমিনে জানাযায়, ৩শতক জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল স্থানীয় জেলেখালি গ্রামের ব্রজেন মন্ডলের সাথে উদয় মন্ডলের।
বিরোধপূর্ণ জমিতে উদয় মন্ডল তার লোকজন নিয়ে শনিবার রাতের আঁধারে অবৈধ ভাবে দখল করে ঘর নির্মাণ করে। রবিবার সকালে ব্রজেন্দ্রনাথ মন্ডল ও তার মেয়ে শিক্ষিকা ভবানী রাণীসহ তার পরিবার অনুপাম মন্ডল, শ্রীমতি লোলিতা মন্ডল, মনোরঞ্জন মন্ডল তাদের জায়গায় রাতের আঁধারে ঘর নির্মাণ করার বিষয় দেখতে আসলে।
পূর্ব পরিকল্পিত ভাবে উদয় মন্ডল, পশুপতি মন্ডল, অসিম মন্ডল, বিকাশ মন্ডল, গোকুল মন্ডল, স্বপন মন্ডল, শচিন্দ্র মন্ডল, শশাঙ্ক মন্ডল, প্রশান্ত সরদার, সুশান্ত সরদারসহ দখলকারী বাহিনী লাঠিসোটা ও ধারালো দা নিয়ে আক্রম শুরু করে। আক্রমনের ঘটনায় ২৯ নং এইচ সি ধোমঘাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ভবানী রাণী তার বাবা ব্রজেন মন্ডল, মা লোলিতা মন্ডল, অনুপাম মন্ডল, মনোরঞ্জন মন্ডল মারাত্মক ভাবে আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ দিনধরে তাদের মধ্যে ৩ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল কিন্তু হঠাৎ দেখছি সেই জায়গায় ঘর বাঁধা। কিছু বুঝে উঠার আগেই উদয় মন্ডলের লোকজন লাঠিসোটা নিয়ে ব্রজেনের পরিবারের উপরে হামলা করে। দখলের বিষয় জানতে চাইলে উদয় মন্ডল বলেন, আমার নামে দলিল ও রেকর্ড আছে তাই দখল করেছি। এছাড়া এ জায়গা বিক্রয় করে দিয়েছি তাদের সহযোগিতায় আমি দখল করেছি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহেদ মুর্শেদ বলেন, আমি সাতক্ষীরাতে ছিলাম এ বাপ্যারে এখনো কেও থানায় অভিযোগ করেনি।