দৈনিক সময়ের কাগজের সোনারগাঁও উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে সাংবাদিক জুয়েল ইসলাম (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৫ বছরের কন্যা শিশুসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আজ সোমবার দুপুরে রংপুরে গ্রামের বাড়িতে তার মরাদেহ নেওয়া হবে। এদিকে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জুয়েল ইসলামের মৃত্যুতে দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্তপরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।