সকাল রিপোর্ট : উৎসবমুখর পরিবেশে সোমবার (১৭ অক্টোবর) কলারোয়া জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ২নং ওয়ার্ডে পুরুষ সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজসেবক আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মতিয়ার রহমান অটোরিক্সা প্রতীক নিয়ে ৪৫ ভোট এবং আসিকুর রহমান তালা প্রতীক ২৫ ভোট পেয়েছেন।
সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদের হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে, সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে কলারোয়ায় আবারও বিপুল ভোটে সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হেলাতলা ইউপি সদস্য শেখ খায়রুল ইসলাম, ইউপি সদস্য কামরুজ্জামান, কেরালকাতা ইউপি সদস্য জালাল উদ্দীন, লাঙ্গলঝাড়া ইউপি সদস্য নাজমুন নাহার, মফিজুল ইসলঅম, শাহিনুর রহমান, ইয়াসমিন আরা ডলি, ভাদিয়ালী ইউপি সদস্য ইকবাল হোসেন, আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ প্রমুখ।