দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক দরিদ্র বিমোচন দিবস পালিত হয়েছে। সোমবার বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে দেবহাটা ফুটবল মাঠে এ দিবস পালিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সুশিলনের প্রোগ্রাম ম্যানেজার টিপু সুলতান, এরিয়া প্রোগ্রাম অফিসার নরেস মারেন্ডি। অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ণ কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি দারিদ্র বিমোচনে সরকারের পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।