সকাল ডেস্ক : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী উদযাপনের লক্ষ্যে এক্স স্টুডেন্টস এসোসিয়েশন অব এসজিএইচএস’র প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০২৩ সালের ১৭ ফেব্রæয়ারি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি ও হীরকজয়ন্তী পালনের লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট এ প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আগামী ২১ অক্টোবর হতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে।
হীরক জয়ন্তী পালনের লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি নিন্মরুপ- সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের -১৯৭২ ব্যাচের শিক্ষার্থী মো. রফিকুজ্জামান খোকন আহবায়ক, যুগ্ম-আহবায়ক১৯৮২ ব্যাচের শিক্ষার্থী মো. আবুল হাসান, যুগ্ম-আহবায়ক ১৯৮৮ ব্যাচের শিক্ষার্থী জোনায়েদ হোসেন বায়রন, ১৯৯১ ব্যাচের শিক্ষার্থী শেখ ফারুকুজ্জামান ডেভিড যুগ্ম-আহবায়ক, ড. কাজী এরতেজা হাসান জজ-১৯৯৪ (যুগ্ম-আহবায়ক), আবু নাসের মো. আবু সাঈদ-১৯৯৪ (যুগ্ম-আহবায়ক), মো. কামরুজ্জামান রাসেল-১৯৯৪ সদস্য সচিব। ট্রেজারার কমিটি নিন্মরুপ- শেখ তানজীম কালাম তমাল-২০০৬ (আহবায়ক), মো. মাগফুর রহমান-১৯৮৬ (সদস্য), এনামুল কবীর খান রোমিও-২০০৪ (সদস্য) সদস্যবৃন্দ নিন্মরুপ- ডা. আবুল ফজল-১৯৭৫ ব্যাচ,
ডাঃ কাজী হাবিবুর রহমান-১৯৭৬ ব্যাচ, মো. গোলাম ফারুক-১৯৭৯, শেখ আহসান-১৯৮০ ব্যাচ, ইয়াহিয়া ইকবাল-১৯৮১, আ ম আখতারুজ্জামান মুকুল-১৯৮৩, ঝুনু -১৯৮৫, গোলাম হোসেন-১৯৮৬, কাজী মাতিন-১৯৮৭, মঞ্জুরুল হাসান রিতু-১৯৮৮, মোস্তাকুর রহমান খান চৌধুরী দারা-১৯৮৯, মো. মফিজুর রহমান-১৯৯০, মো. গোলাম ফিরোজ-১৯৯১, মো. ইকবাল কবীর খান বাপ্পি-১৯৯২, জামান আতিক-১৯৯৩, আব্দুল গনি আসাদ-১৯৯৩, মো. আব্দুল্লাহ-১৯৯৪, মো. মতিউর রহমান-১৯৯৫, মেহেদী হাসান রনি-১৯৯৬, মোশফেকুর রহমান-১৯৯৬, কাজী ওয়াহিদুজ্জামান টিকু-১৯৯৬, আহছানুস সালেহীন ইভন-১৯৯৭, মো. মনোয়ার হোসেন অনু-১৯৯৭, কবীর উদ্দীন-১৯৯৮, মো. রাজিব উল্লাহ রাজু-১৯৯৯, সি.এম নাজমুল হাসান-২০০০, শেখ জুবাঈদ মাহমুদ-২০০১, ডাঃ মুশফিকুর রহমান-২০০৪, তারিফ হাসান-২০০৫, ফয়সাল হাবীব ডলার-২০০৫, এ্যাড. ইমরান শাওন-২০০৫, মো. আসাদুর রহমান আসাদ-২০০৬, মো. কায়ছারুজ্জামান হিমেল-২০০৬, শেখ সোহান আহমেদ-২০০৭,
এস.এম আশিকুর রহমান আশিক-২০০৭, মমতাজুল হাসান শুভ-২০০৮, সাদাত আল কাবেজু-২০০৯, ডাঃ অনিন্দ্য দাস সৌরভ-২০০৯, মো. রাকিবুজ্জামান-২০১০, ফয়সাল মাহমুদ রনি-২০১১, আসিফ শাহবাজ খান-২০১১, মীর জাভেদ জাহাঙ্গীর জীতু-২০১২, আব্দুল আজিজ-২০১২, সিরাজ উদ্দিন খান-২০১৩, সৈয়দ রুবায়েত ইসলাম রাতুল-২০১৩, সুহেল মাহদীন-২০২১, সীমান্ত বিশ্বাস-২০২১, আল মামুন-২০১৬, সম্পদ শীল-২০১৬, মো. পারভেজ ইমাম-২০১৯, তকী তাহমীদ-২০২০, আহমেদ সাজিদ ওশান-২০২০, বি: দ্রঃ বিআরদের মাধ্যমে প্রতি ব্যাচ থেকে একজন মনোনীত সদস্য উপকমিটিতে সংযোজিত হবে। উপকমিটি (রেজিষ্ট্রেশন): শেখ ফারুকুজ্জামান ডেভিড-১৯৯১ (আহবায়ক), শফিউল হাসান-১৯৮৭ (যুগ্ম-আহŸায়ক), তারিফ হাসান-২০০৫ (সদস্য সচিব), মোস্তাকুর রহমান খান চৌধুরী দারা-১৯৮৯ (সদস্য), তুহিন রহমান-১৯৯৪ (সদস্য), মো. আব্দুল্লাহ-১৯৯৪ (সদস্য), মো. বেলায়েত হোসেন পিন্টু-১৯৯৫, আব্দুল কুদ্দুস-২০০৩ (সদস্য), আসিফুল ইসলাম-২০০৭ (সদস্য), মীর জাভেদ জাহাঙ্গীর জীতু-২০১২ (সদস্য), আল মামুন-২০১৬ (সদস্য), উপকমিটি (স্পন্সর ও মার্কেটিং): জোনায়েদ হোসেন বায়রন-১৯৮৮ (আহবায়ক), ড. কাজী এরতেজা হাসান জজ-১৯৯৪ (যুগ্ম-আহবায়ক), মো. আসাদুর রহমান আসাদ-২০০৬ (সদস্য সচিব), মো. নাসির উদ্দীন-১৯৯৩ (সদস্য), জিয়াউর বিন সেলিম যাদু-১৯৯৭ (সদস্য), এস.এম আশিকুর রহমান আশিক-২০০৭ (সদস্য), সাদীদ খান চৌধুরী সাদী-২০০০ (সদস্য), ফেরদৌস হোসেন জনি-২০০০ (সদস্য), আসিফ শাহবাজ খান-২০১১। এখনও অন্যান্য ব্যাচ হতে সদস্য নেওয়া হবে।