দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সুশীলগাথীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উপকারভোগীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৬টায় উপজেলার সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান (সাবেক সিনিয়র সচিব) আকরাম-আল-হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংকের সহকারী কর্মকর্তা অসিত রজ্ঞন পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক প্রদীপ মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সকল সমিতির নেতৃবৃন্দরা।
এসময় বক্তরা বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে অসংখ্য মানুষ সাবলম্বী হয়েছেন। সমিতির সদস্যরা এখন নিজেদের ভাগ্যবদলের পাশাপাশি দেশের উন্নয়নে অংশ নিতে শুরু করেছেন। প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এই কর্মসূচি বাস্তবায়িত হওয়ায় মানুষ এর সুফল ভোগ করতে শুরু করেছে। এই ধারা অব্যাহত রাখতে সদস্যদের আরো এগিয়ে আসার আহবান জানানো হয়।