কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে চেয়ারম্যান মোশারাফ হত্যাসহ ডজন মামলার আসামী ইয়ার আলী তরফদার (৪০) কে আটক করেছে থানা পুলিশ। সে থানা এলাকার শংকরপুর গ্রামের আব্দুল জব্বার তরফদারের পুত্র। অস্ত্র আইনে আরও একটি মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানাগেছে, সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টায় থানার অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু’র নেতৃত্বে উপ-পরিদর্শক আব্দুর রহিমসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণনগর গ্রামের জেহের কাগুজীর বাগান থেকে তাকে আটক করা হয়।
এসময় তার নিকট থেকে দেশীয় তৈরী শাটারগান উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ এর এ ধারায় মঙ্গলবার (১৮ অক্টোবর) মামলা দায়ের করা হয়েছে, মামলা নং ১৯। উল্লেখ্য যে, কুখ্যাত ইয়ার আলী তরফদারের বিরুদ্ধে কালিগঞ্জের ১ নং কৃষ্ণনগর ইউপি’র চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেন হত্যা মামলাসহ কালিগঞ্জ থানা এবং দেশের বিভিন্ন থানায় এক ডজনেরও বেশী মামলা রয়েছে।
কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান আমিন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান।