সকাল রিপোর্ট : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য’কে নিয়ে সাতক্ষীরা নবজীবন ইনস্টিটিউটে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় নবজীবন এর নিজস্ব অডিটোরিয়ামে শহিদ শেখ রাসেল দিবস অনুষ্ঠিত হয়।
শেখ রাসেল দিবস উপলক্ষে নবজীবন ইনস্টিটিউটে দোয়া অনুষ্ঠান, বৃক্ষ রোপণসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শহিদ শেখ রাসেল দিবসে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের সভাপতিত্বে ও শেখ মফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য, রাখেন সিনিয়র শিক্ষক শেখ বোরহান আলী, কাজি মফিজুল হক, আব্দুল্লাহ আল মামুন, অতনু বোস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষক মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, মোস্তাফিজুর রহমান, রাশেদুজ্জামান, তুহিনা সুলতানা, প্রিতম দাস, ফাহাদ হোসেন, শামিমা আক্তার, আয়েসা আক্তার, শাহানা খাতুন, মাসুম বিল্লাহ, আরিজুল ইসলাম প্রমুখ।