শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ শেখ রাসেলের অস্থায়ী প্রতীকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
পরে একটি র্যালী কলারোয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলারোয়া গার্লস হাইস্কুলে শহিদ শেখ রাসেলকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা বক্তব্য রাখেন পৌর মনিরুজ্জামান বুলবুল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার এ,এইচ,এম রোকনুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোহেল হোসেন, সহকারি প্রোগ্রাম অফিসার মোতাহার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তারসহ উপজেলা প্রশাসনের বিবিন্ন কর্মকর্তাগন। এ ছাড়া পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষার্থী ও সূধীজন। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।