তাপস সরকার, তালা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে তালায় কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে দিনটি উপলক্ষ্যে তালা উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন। পরে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ি, তালা প্রেসক্লাবের সভাপতি ও খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ে অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রমূখ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. ওবায়দুল হক। এসময় সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে কর্মসূচি পালন করা হয়।