পাটকেলঘাটা প্রতিনিধি : আগামী ৫ নভেম্বর ২০২২ সাতক্ষীরা জেলা কৃষকলীগের সম্মেলন উপলক্ষে পাটকেলঘাটায় উপজেলা কৃষকলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় পাটকেলঘাটার সুরতীর্থ একাডেমীর কার্যালয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সাধু’র সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন কৃষকনেতা বিধান দাশ, শেখ তরিকুল ইসলাম, লিটন মোড়ল, আবদুল্লাহ সিদ্দিকী, খলিলুর রহমান, মো: হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী প্রমুখ। সভায় বক্তারা বলেন জেলা কৃষকলীগ সম্মেলন কে সফল ও স্বার্থক করার জন্য তালা উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে সকল নেতা কর্মীদের সম্পৃক্ত করে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।