সকাল ডেস্ক : ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর সকাল ৯ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এসময় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এরপর পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পুষ্পস্তবক অর্পনের পর জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পুষ্পাঞ্জলি অর্পণ করে। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন।
এ সময় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০টায় শিশু-কিশোরদের সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক। এর পরে শেখ রাসেল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ জোহরা সহ প্রশাসনের কর্মকর্তা, জেলার বিভিন্ন পর্যায়ের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিশু-কিশোরেরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে জেলা প্রশাসকের নিকট থেকে জেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব পুরস্কার গ্রহণ করে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। পরবর্তীতে জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানের সরাসরি স¤প্রচার উপভোগ করেন শেখ রাসেল দিবসে অংশ গ্রহণকারী অতিথিবৃন্দ। সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।