বাবলা আহমেদ, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেলের পথিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান, উপজেলা আ’লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, যুগ্ম-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলায় মোট ১৬ টি শেখ রাসেল ল্যাব উদ্বোধন করেন।