দেবহাটা প্রতিনিধি : আগামী ২২ শে অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে দেবহাটা উপজেলা বিএনপি। মঙ্গলবার গাজীরহাট এলাকায় সকাল ১০টায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে দেবহাটা উপজেলা বিএনপি’র আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ বক্তা ছিলেন সাবেক সংসদ আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব। এছাড়া সভায় উপজেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।