ফজলুল হক কালিগঞ্জ : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন এবং শেখ রাসেল দিবস উপলক্ষে কালিগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব নির্বাচিত হয়েছে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর হাতে ক্রেস্ট তুলে দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারিন্সের মাধ্যমে একযোগে ৫০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও ৩০০টি স্কুল অব ফিউচার উদ্বােধনের ন্যায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়েও শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদী, সাবেক সভাপতি খান আসাদুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য শেখ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলায় ভাড়াশিমলা ইউনিয়নের দানবীর আলহাজ্ব শেখ জহুরুল হক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৬৯ সালে গড়ে তোলেন।
কিন্তু ২০০৩ সালে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মনিরুজ্জামান খান অবসরে গেলে ম্যানেজিং কমিটির কোন্দল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্বল্প শিক্ষকের কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও অবকাঠামো দূর্বল হতে থাকে। ২০১৭ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক নিয়মিত কমিটি গঠন ও প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষক নিয়োগ দেয়ার পর বিদ্যালয়ের মান দিন দিন উন্নতি হতে থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমান তার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে অগ্রগামী ভূমিকা পালন করছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, তার যোগদানের পর উপজেলায় তিনি সর্বপ্রথম ডিজিটাল হাজিরা শুরু করেন। সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা: আ ফ ম রুহুল হক এর সার্বিক সহযোগীতায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ও বর্তমানে চারতলা ভবনের কাজ চলছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর অর্থায়নে বিদ্যালয়ে দুইটা এসি, সাইকেল গ্যারেজ ও সুপেয় পানির প্ল্যান্ট স্থাপন হয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি আদর্শ বিদ্যালয় গড়তে চান।