আলী নেওয়াজ, আশাশুনি : আশাশুনিতে জমি নিয়ে মামলার বিবাদী নোটিশ পেয়ে জমির গাছ কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থা, আদালতসহ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
আশাশুনি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে আবুল কালাম আজাদ জানান, আশাশুনি মৌজায় ডিএস ৩৮৭, এসএ ৫৫৮ খতিয়ানে, (বিএস ১১০৩ ডিপি খতিয়ানে ২৩৭০ ও ২৩৭২) ১৪৫৪ দাগের জমি রুহুল কুদ্দুছ, আবুল কালাম, আঃ ছালাম ও মশিরুজ্জামানের নামে রেকর্ড হয়েছে। প্রিন্ট পর্চায় জিয়াদ আলী গং এর অত্র খতিয়ানে দখল নেই উল্লেখ আছে। জিয়াদ আলী গং জমি জবর দখলের চেষ্টা করলে আবুল কালাম আজাদ দিং বাদী হয়ে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আশাশুনি সহকারী জজ আদালত সাতক্ষীরায় দেং ২৯১/২২ নং মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত ২১ দিনের মধ্যে বিবাদীদেরকে কারণ দর্শাতে আদেশ দিয়েছেন। নোটিশের কপি হাতে পেয়ে বিবাদীরা জমির উপরের গাছ কেটে নিচ্ছেন। বুধবার এমন অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গেলে গাছ কাটতে দেখা যায়। বিবাদী শাহানুর গাজী জানান, ডিএস, এসএ রেকর্ড তাদের নামে। হাল সেটেলমেন্টে ৩৭ শতক জমি তাদের নামে রেকর্ড হয়েছে। তাদের জমির গাছ তারা কাটছে। আদালতের নোটিশ পেয়েছি, ২১ দিনের মধ্যে কারন দর্শাতে বলা হয়েছে। কারন দর্শানো হবে।