দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) এর সহযোগীতায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউপি প্যানেল চেয়ারম্যান আসমোতুল্লাহ আসমান, কুলিয়া প্যানেল চেয়ারম্যান প্রশান্ত কুমার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, ব্র্যাকের প্রতিনিধি তরিকুল ইসলাম, ছামসুন নাহার, পল্লী সমাজের প্রতিনিধি সুফিয়া খাতুন প্রমুখ।
এসময় বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক, স্কুল ভিত্তিক ক্যাম্পেইন, কাজী, ইমাম ও পুরোহিতদের সচেতন করার কথা বলা হয়। এছাড়া ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে ভালো সেবা প্রদান করায় ভূয়সী প্রশংসা করেন উপজেলা চেয়ারম্যান।