বাবলা আহমেদ, কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলার বিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা ইসলাম বুশরা কে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলার চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ হতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২টি ইউনিয়নের চেয়ারম্যান- বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, এনামুল হক ছোট, আবুল কাশেম মোঃ আব্দুল্লাহ, সাফিয়া পারভিন, গোবিন্দ মন্ডল, জাহাঙ্গীর আলম, ফেরদৌস মোড়ল, মোঃ আজিজুল ইসলাম, মোজাম্মেল হক, আলিম আল রাজি টোকন। দুপুর ২:৩০ মিনিটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালীগঞ্জ উপজেলা ইউনিটের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাকিম এর সভাপতিত্বে, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম ফারুকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রুবেল ইসলাম, নবাগত নির্বাহী কর্মকর্তা রহিমা ইসলাম বুশরা ও বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ।
বিকাল ৩ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী সামিরা খন্দকার, কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ-সভাপতি বাবলা আহমেদ, যুগ্ম-সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক ও প্রভাসক সেলিম শাহারিয়ার প্রমুখ। এসময় বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, আমি এ উপজেলায় ১৯ মাস কর্মকালে চেষ্টা করেছি সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সর্ব সাধারণের মাঝে সেবা যথাযথ পৌঁছে দিতে। কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সরকারের সকল উন্নয়ন কাজের সাথে থেকেছে এবং সকল ভাল কাজে সহযোগী হিসেবে ভ‚মিকা রেখেছে।
বসন্তপুর রিভারড্রাইভ ইকোপার্কসহ অনেক গুরুত্বপূর্ণ কাজ সাংবাদিকৃন্দ শুরু করেন পরে আমরা সহোযোগিতা করেছি। আমি যেখানেই থাকি কালিগঞ্জের মানুষের ভালবাসার কথা স্মরণ থাকবে। সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা তার বক্তব্যে বলেন, আমি কালিগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সুন্দর উপজেলা প্রশাসন উপহার দিতে চাই। সকল ভাল কাজে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। এর আগে উপজেলা সহকারী কমিশনার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাংলাদেশ সাংবাদিক সমিতি, উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা করোনা এক্সপার্ট টিম, রেডিও নলতাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় ও নবাগতকে বরণ করে নেন। উল্লেখ্য, যে খন্দকার রবিউল ইসলাম ২০২১ সালের ১৭ জানুয়ারী কালিগঞ্জ উপজেলায় ৩৪ তম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেন।