সকাল ডেস্ক : সাতক্ষীরার নবাগত সিভিল সার্জন ডা. মো. সবীজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নবাগত সিভিল সার্জনের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. জয়ন্ত কুমার বিশ^াস, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সিনিয়র সহ সভাপতি আ ম আখতারুজ্জামান মুকুল, সহ-সভাপতি পুলক কুমার পাল, সহ-সভাপতি কে এম মুজাহিদুল ইসলাম প্রিন্স, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, যুগ্ম-সম্পাদক মো. আবুল খায়ের, কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, দপ্তর সম্পাদক মো. শাহীনুর রহমান শাহিন, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, নির্বাহী সদস্য তনয় কৃষ্ণ পাল, মো. ফজলুর রহমান, মো. আসাদুজ্জামান আসাদ, তপন কুমার বিশ^াস, মো. রেজাউল্লাহ, মো. রবিউল ইসলাম প্রমুখ।
এসময় নবাগত সিভিল সার্জন জেলার স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দদের সহযোগিতা কামনা করেন। এসময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক (ওনার্স) অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।