এস.এম মজনু, পাটকেলঘাটা : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল’র ৫৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বেতার খুলনায় কন্ঠশিল্পী ইন্দ্রজিতের কন্ঠে একটি বিশেষ গান রেকর্ড করা হয়। অশোক কুমার দের কথায় ও খুলনা বেতারের গুনী সঙ্গীত প্রযোজক ওস্তাদ আলী আহম্মেদের সুর ও সঙ্গীত পরিচালনায় ১৭ অক্টোবর সোমবার দুপুর ১২ টায় বিশেষ আয়োজনে গানটির রেকর্ড করে মঙ্গলবার বিকাল ৪ টায় গানটির প্রচার করা হয়। সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার এই কন্ঠশিল্পী এর আগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের গান করে খুলনা বেতার কর্তৃপক্ষের প্রসংশা কুড়িয়েছেন।