পাইকগাছা অফিস : পাইকগাছায় দেবাশীষ ফুটবল একাডেমীর অফিসিয়াল ও জুনিয়র ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে উভয় দল গোল পোস্টে বল জড়াতে না পারায় শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে অফিসিয়াল একাদশ ৪-৩ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে। ফলে জয়ী হয় অফিসিয়াল ফুটবল একাদশ। উক্ত খেলার পূর্বে এএফসি বাফুফে ওয়ান স্টার পাইকগাছা দেবাশীষ ফুটবল একাডেমীর সদস্যদের মাঝে জার্সি, ট্রাউজার সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন দেবাশীষ ফুটবল একাডেমীর উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জিএম মামুনুর রশিদ (রনি)। এসময়ে উপস্থিত ছিলেন দেবাশীষ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি দেবাশীষ কুমার সানা, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আঃ ওহাব বাবলু, এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান, যুগ্মসম্পাদক গাজী ফয়সাল রাশেদ সনি, মোঃ জাকির হোসেন, মোঃ নুরুল ইসলাম সহ একাডেমীর অন্যান্য সদস্যবৃন্দ।