উদীচী সাতক্ষীরার সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের নির্বাহী কমিটির সভা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর অফিসরুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উদীচী, সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সাধারণ সম্পাদক সুরেশ পান্ডের সঞ্চালনায় আগামী ২৯ অক্টোবর উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও জেলা পরিষদ নির্বাচনে পূনরায় মো: নজরুল ইসলাম চেয়ারম্যান ও সদস্য পদে উদীচী সাতক্ষীরার নির্বাহী সদস্য এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি নির্বাচিত হওয়ায় তাঁদেরকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
এছাড়া সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরার সহ সভাপতি কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, চৈতালি মুখার্জি, কমরেড আবুল হোসেন, যুগ্ম সম্পাদক তামান্না জাবরিন, অর্থ সম্পাদক স্বপন মন্ডল, সাহিত্য সম্পাদক কবি লিলি জেসমিন, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, কাজী মাসুদুল হক, সুমন মুখার্জি, কর্ণ বিশ্বাস কেডি, মনিরুল ইসলাম, শেখ রোকনুজ্জামান, আফরোজা মিলি প্রমুখ।
সভায় আগামী ২৯ অক্টোবর উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান উদযাপন উপ-কমিটি করা হয়। এরা হলেন, চৈতালি মুখার্জি, তামান্না জাবরিন, কর্ণ বিশ্বাস,আফরোজা মিলি সুমন। প্রেস বিজ্ঞপ্তি