বাবলা আহমেদ, কালিগঞ্জ : বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জে পিস ক্লাবের যুব তরুণদের সাথে স্থানীয় কর্তৃপক্ষের শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে বেসরকারী উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়াম প্রকল্পের আওতায় অনুষ্ঠিত শেয়ারিং মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বাবর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী (সফু), সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), চাঁচাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল হক, রতনপুর ইউপি সচীব খান আহাদুর রহমান, বিষ্ণুপুর ইউপি সদস্য গোলাম রব্বানী, রূপান্তর কর্মী মিনহাজুল হক প্রমুখ।
পিস ক্লাব ২০১৯ সাল থেকে সমাজের শান্তি-স¤প্রীতি ও সহনশীলতা বজায় রাখতে জেলাব্যাপি যুব তরুণদের সচেতন করে চলেছে। ভবিষ্যতে পিসক্লাবকে টেকসই সংগঠনে পরিনত করার ক্ষেত্রে অতিথিরা সহযোগিতা করবে বলে জানান। অতিথিরা পিসক্লাবের সার্বিক কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপান্তরের কর্মী আব্দুল হান্নান।