স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার অহঙ্কার লেক ভিউ ক্যাফে এবং বেকারী এখন খুলনার নিরালায়। সকলের সুপরিচিত সাতক্ষীরা লেক ভিউ এন্ড বেকারীর ৪র্থ আউটলেট খুলনা, শের-ই- বাংলা রোড, নিরালা মোড়ে উদ্বোধন করা হয়েছে। ২০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরা লেক ভিউ এন্ড বেকারীর ৪র্থ আউটলেট খুলনায় শুভ উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনায় লেক ভিউ ৪র্থ আউটলেট’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ব্যাবস্থাপনা পরিচালক শেখ তানজিম কালাম তমাল, শেখ আব্দুস সুবহান খোকন, প্রতিষ্ঠানের কর্মকর্তা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তি। দোয়ার মাধ্যমে খুলনায় লেক ভিউ ৪র্থ আউটলেট’র শুভ উদ্বোধন করা হয়।